ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

উন্নয়ন তথবিল থেকে অর্থ পাচারের দায়ে মালয়েশিয়া সরকারকে দায়ী করেছে যুক্তরাষ্ট্রের আদালত

প্রকাশিত : ০৯:২৯ এএম, ২১ জুলাই ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৯:২৯ এএম, ২১ জুলাই ২০১৬ বৃহস্পতিবার

উন্নয়ন তথবিল থেকে অর্থ পাচারের দায়ে মালয়েশিয়া সরকারকে দায়ী করেছে যুক্তরাষ্ট্রের আদালত। এর অংশ হিসেবে ১শ’ কোটি ডলারের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে মার্কিন আদালত। তবে অভিযুক্ত হিসেবে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের নাম উল্লেখ করেনি প্রসিকিউটর। বলা হয়, মালয়েশিয়ার উন্নয়ন তথবিল থেকে চুরি করা অর্থ যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণ, জমি কেনা এবং মূল্যবান ছবি কেনার কাজে ব্যয় করা হয়। যদিও মালয়েশিয়া কর্তৃপক্ষ দুর্নীতির অভিযোগ নাকচ করে দিয়েছে। যুক্তরাষ্ট্র ছাড়াও সিঙ্গাপুর, সুইজারল্যান্ডসহ ৬টি দেশে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে ওঠা এই দুর্নীতির অভিযোগ তদন্ত করছে। ২০১৩ সালে সৌদি রাজপরিবার থেকে নেয়া ৬৮ কোটি ১০ লাখ ব্যক্তিগত কাজে ব্যয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।