ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

পিছিয়ে গেল শাকিবের ‘ভাইজান এলো রে’

প্রকাশিত : ১০:৫০ এএম, ১৯ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

আবারও পিছিয়ে গেল শাকিব খানের ‘ভাইজান এলো রে’ সিনেমা। সিনেমাটি আগামীকাল শুক্রবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার কথা ছিল। এমনটি জানিয়েছিল আমদানিকারক প্রতিষ্ঠান এন ইউ ট্রেডার্স। কিন্তু মুক্তির একদিন আগে জানা গেল ভিন্ন কথা। পূর্বঘোষণা অনুযায়ী সিনেমাটি মুক্তি পাচ্ছে না ২০ জুলাই। নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ২৭ জুলাই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল আলোচিত ‘ভাইজান এলা রে’ সিনেমা।
শাকিব খানের সিনেমা মুক্তির তারিখ পিছিয়ে গেলেও একই দিনে মুক্তি পাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের নায়ক জিৎ আর বাংলাদেশের মিম অভিনীত সিনেমা ‘সুলতান : দ্য সেভিয়ার’। ভারতের এই বাংলা সিনেমার আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
এন ইউ ট্রেডার্সের কর্ণধার ও প্রযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া বলেন, ‘বিশ্বকাপের পরই দেশের দর্শক যাতে ‘ভাইজান এলো রে’ দেখে আনন্দে মেতে উঠতে পারেন, সেই চেষ্টা আগে থেকেই ছিল। সে হিসেবে ২০ জুলাই সিনেমাটি মুক্তি দেওয়ার প্রস্তুতি ছিল। সেভাবে প্রস্তুতি নেওয়া হয়। ছাড়পত্র আরও আগে পাওয়া গেলে প্রচার চালাতে সুবিধা হতো।’
পরিচালক অনন্য মামুন বলেন, ‘সিনেমা মুক্তি দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির একটা অনুমতির দরকার হয়। আমরা সিনেমাটি ২৭ জুলাই মুক্তি দেওয়ার জন্য অনুমতি পেয়েছি। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না।’

এসএ/