নিজের জীবনের কথা বলবেন ড. আতিউর
প্রকাশিত : ১১:২৪ এএম, ১৯ জুলাই ২০১৮ বৃহস্পতিবার
খ্যাতনামা বাংলাদেশি অর্থনীতিবিদ এবং রবীন্দ্র গবেষক ড. আতিউর রহমান। বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর বিভিন্ন বিষয়ের ওপর বেশ কয়েকটি বই লিখেছেন। তার লেখনিতে উঠে এসেছে- বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, দারিদ্র, সরকারি ব্যয়, অর্থনৈতিক উন্নয়ন, জনকল্যাণসহ নানা ধরনের সামাজিক-অর্থনৈতিক ইস্যু। পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার।
এবার এই অর্থনীতিবিদ ও সাহিত্যিক নিজের জীবনের নানা ঘটনা, দুর্ঘটনা, হাসি-আনন্দ আর বেদনার কথা বলবেন। বেসরকারি টিভি চ্যানেল জিটিভির শিল্প-সাহিত্যের বিশেষ নিয়মিত অনুষ্ঠান দর্জিবাড়ী নিবেদিত ‘শিল্পবাড়ী’ অনুষ্ঠানে তিনি কথা বলবেন।
অনুষ্ঠানের এবারের পর্বে শিল্প-সাহিত্যের বিভিন্ন অজানা দিক নিয়ে আলোচনা করবেন এই অর্থনীতিবিদ।
সাহিত্যিক মনি হায়দারের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কবি আদিত্য নজরুল। অনুষ্ঠানটি শনিবার রাত ৯টায় জিটিভিতে প্রচার হবে।
এসএ/