ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

ইমরানের দলকে সমর্থন দিল জঙ্গিনেতা

প্রকাশিত : ১১:৫৭ এএম, ১৯ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

এগিয়ে আসছে পাকিস্তানের ভোট। পারদ চড়ছে দেশটিতে। একদিকে জেলে রয়েছেন নওয়াজ শরীফ, আর অন্যদিকে জোরকদমে প্রচার চালাচ্ছেন ইমরান খান। এরই মধ্যে বিতর্ক বাড়িয়ে ইমরান খানের দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিল জঙ্গিনেতা ফজলুর রহমান খলিল। আল-কায়েদা ঘনিষ্ঠ এই জঙ্গি হরত-উল-মুজাহিদীন সংগঠনের প্রতিষ্ঠাতা। আমেরিকা আগেই ‘জঙ্গি’ তকমা দিয়েছে ফজলুরকে।

ইমরান ঘনিষ্ঠ পিটিআই নেতা আসাদ উমর খলিলের সেই সমর্থনের কথা প্রকাশ্যে এনেছেন। তিনিই ফেসবুক পেজে পোস্ট করেছেন বিষয়টি। উর্দুতে লেখা ওই পোস্টে খলিল জানিয়েছেন, খলিল ও তার অনুগামীরা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-তে যোগ দিয়েছেন।

খবরটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নিজের ফেসবুক পোস্ট পাল্টে ফেলেন ওই পিটিআই নেতা। লেখেন, খলিল পিটিআই-কে সমর্থন করার কথা জানিয়েছে। খলিলও পাকিস্তানের সংবাদমাধ্যমে বলে যে রোববার উমরের সঙ্গে তার বৈঠক হয়েছে ও সে ইমরানকে সমর্থনের কথা জানিয়েছে।

এদিকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জমাত -উদ-দওয়ার সুপ্রিমো হাফিজকে ভোটে দাড়ানোর ছাড়পত্র দিয়েছে পাকিস্তান নির্বাচন কমিশন৷ বিতর্ককে পিছনে ফেলেই হাফিজ দর্পের সঙ্গে তার নিষিদ্ধ রাজনৈতিক দল মিল্লি মুসলিম লীগের সমর্থনে ভোট প্রচার করছে৷

হাফিজ সঈদ জঙ্গি সংগঠন জামাত উদ দাওয়ার প্রধান নেতা৷ রাষ্ট্রসংঘের ঘোষিত আন্তর্জাতিক জঙ্গি নেতা হাফিজ, যার মাথার মূল্য ১০মিলিয়ন মার্কিন ডলার৷ সেই জঙ্গি নেতা পাক প্রশাসনকে পাশে পেয়েই প্রচার চালাচ্ছে, প্রকাশ্যে জনসভা করছে৷ সেই জনসভায় হাফিজের অকপট ভাষণ সন্ত্রাসবাদের পক্ষেই৷

সূত্র: কলকাতা ২৪x৭

একে//