ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

চীনে পাওয়া গেছে জিকা ভাইরাসের সংক্রমণ

প্রকাশিত : ১১:৫৭ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬ বুধবার | আপডেট: ১১:৫৭ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬ বুধবার

এবার চীনে জিকা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। দেশটির জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিশন বিষয়টি নিশ্চিত করেছে। আক্রান্ত ব্যাক্তি গেলো শুক্রবার জিকা ভাইরাস আক্রান্ত দেশ ভেনেজুয়েলা থেকে ভ্রমণ করে আসেন। শনিবারই তিনি হাসপাতালে ভর্তি হন। ভাইরাসটি যাতে ছড়িয়ে না পরে এ নিয়ে বেশ সতর্ক অবস্থানে আছে দেশটির জনস্বাস্থ্য কর্মকর্তা ও বিশেষজ্ঞরা। আমেরিকা মহাদেশের ২৬টি দেশে ছড়িয়ে পড়েছে মশাবাহিত এ ভাইরাস। আফ্রিকা ও এশিয়াতেও ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা ছিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার।