ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

টেকসই উন্নয়নের পথে প্রধান অন্তরায় মন্থর অর্থনীতি আর লিঙ্গ বৈষম্য

প্রকাশিত : ০৬:৩৩ পিএম, ২১ জুলাই ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৬:৩৩ পিএম, ২১ জুলাই ২০১৬ বৃহস্পতিবার

মন্থর অর্থনীতি আর লিঙ্গ বৈষম্যই টেকসই উন্নয়নের পথে প্রধান অন্তরায় বলে মন্তব্য করেছেন শ্রম সচিব মিকাইল শিপার । বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এশিয়া ভিত্তিক টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রতিবেদনের পঞ্চম আর্ন্তজার্তিক কনফারেন্সে তিনি একথা বলেন । এসময় তিনি বলেন ব্যবসায় সুস্থ প্রতিযোগীতা ফিরিয়ে আনতে হলে দেশের বর্তমান অবস্থা মাথায় রেখে জাতীয় পরিকল্পনা করা দরকার । কনফারেন্সে ইইউ এর কো-অপারেশন প্রধান ম্যারিয়ন বলেন; টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে ব্যবসায়ী পরিকল্পনার পাশাপাশি দরকার সামাজিক দায়িত্ববদ্ধতা। ম্যারিয়ন বলেন, প্রতিটি দেশের ভৌগলিক সর্ম্পক জোরদার করে ব্যবসায়ীক প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে । একই সাথে অর্জন করতে হবে জনগনের আস্থা । তিন দিন ব্যাপী এই কনফারেন্স শেষ হবে আগামী ২৩জুলাই ।