গাছের গোড়া থেকে গজানো চারায় ধান উৎপাদন
প্রকাশিত : ০৪:০৪ পিএম, ১৯ জুলাই ২০১৮ বৃহস্পতিবার
শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ের পাদদেশে বোরো আবাদের পর এখন চলছে ‘মুড়িধান’ কাটার উৎসব। পাহাড়ী এলাকার এই ধান ঘরে তুলতে ব্যস্ত চাষীরা। বোরো ধান কাটার পর পতিত জমিতে রয়ে যাওয়া গাছের গোড়া থেকে গজানো চারায় উৎপাদিত ধান আশার আলো দেখাচ্ছে শেরপুরের চাষীদের।
বোরো ধান কাটার পর জমিতে রয়ে যাওয়া ধানের গোড়া থেকে গজানো চারায় হয়েছে এই ধান। বিনা খরচের এই ধান হাসি এনে দিয়েছে কৃষকের মুখে। হাইব্রিড জাতের ধান ছক্কা, বাইওনিয়ার ফোর, তেজগোল্ড, তিনপাতা, এসএলএইটএইচ এর ধানের গোড়া থেকে এই ধান উৎপাদন হয়। স্থানীয় ভাষায় এই ধানকে বলা হয় ‘মুড়িধান’।
কৃষি কর্মকর্তারা বলছেন, আউশ আবাদের আগেই এটি কাটা যায়। অল্প সময় এবং খরচ না হওয়ায়, চাষীরা আগ্রহী হয়ে উঠছে এই ধান চাষে।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ি, চলতি বোরো মৌসুমে জেলায় প্রায় ৯২ হাজার ৬শ’ ১০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধান আবাদ হয়েছে।
আগামীতে মুড়িধানের জাত ছড়িয়ে যাবে দেশজুড়ে- এমনটাই প্রত্যাশা সবার।