আটটি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক
প্রকাশিত : ০৪:৪১ পিএম, ২১ জুলাই ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৪১ পিএম, ২১ জুলাই ২০১৬ বৃহস্পতিবার
ঢাকা-চট্টগ্রাম মেইন পাওয়ার গ্রিডের সক্ষমতা বৃদ্ধিসহ আটটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক।
বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ৭ হাজার ৮শ’ ৬৮ কোটি টাকার এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়। ঢাকা- চট্টগ্রাম মেইন পাওয়ার গ্রিডের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৫শ’ ৬৭ কোটি টাকা। এক হাজার ৯০ কোটি টাকা ব্যয়ে মাতারবাড়ি ৪০০ কেভি সঞ্চালন লাইন প্রকল্পেরও অনুমোদন দেয়া হয়। এছাড়া, ৭শ’ ৯৫ কোটি টাকায় ৭টি বিভাগীয় মেডিকেল কলেজ ও হাসপাতালে ডায়াগনস্টিক ইমেজিং ব্যবস্থার আধুনিকায়নেরও একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয় একনেকে।