ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

জবিতে ছাত্রলীগের বৃক্ষরোপণ

জবি সংবাদদাতা

প্রকাশিত : ০৬:২১ পিএম, ১৯ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের স্মরণে ৩০ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার শাখা ছাত্রলীগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবন,শান্ত চত্বর, নতুন ভবনের সামনে জলপাই, হর্তকি, বহেরা, অর্জুন, লেবু গাছসহ বিভিন্ন ফলজ ও ওষুধী গাছ লাগানো হয়।

এসময় বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আব্দুল্লাহ আল বাকি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী সুকুমার সেন সাহা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেলসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ বিষয়ে জবি ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমরা বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ভাষা শহীদ রফিকসহ ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ শিক্ষার্থীদের স্মরণে বৃক্ষরোপণ করেছি।

এসএইচ/