ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

সংখ্যালঘু পরিবারের বিরুদ্ধে ‘মনষা দেবীর মন্দির’ ভাংচুর এবং সেবায়েত ও পুরহিতদের মারধরের অভিযোগ

প্রকাশিত : ০৬:২৮ পিএম, ২১ জুলাই ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৬:২৮ পিএম, ২১ জুলাই ২০১৬ বৃহস্পতিবার

চট্টগ্রাম নগরীর টেরিবাজার এলাকায় ‘মনষা দেবীর মন্দির’ ভাংচুর এবং সেবায়েত ও পুরহিতদের মারধরের অভিযোগ উঠেছে সংখ্যালঘু পরিবারের প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে। দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। মন্দিরের সেবায়েতরা বলেন, জমি নিয়ে পূর্ব শক্রুতার জেরে সংখ্যালঘু পরিবারের প্রভাবশালী মহল মন্দিরে ভাংচুর চালায়। তারা ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবী জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মন্দিরের সেবায়েত পন্ডিত স্বপন কুমার আচার্য, তপন কুমার আচার্য, জহুর লাল চক্রবর্তী।