আবারও মিস্টার বিনের মৃত্যুর গুজব
প্রকাশিত : ১০:৫৯ এএম, ২০ জুলাই ২০১৮ শুক্রবার
আবারও মিস্টার বিনকে নিয়ে মৃত্যুর গুজব ছড়িয়েছে। ‘মিস্টার বিন’ আর নেই! এই চরিত্রে অভিনয় করে দুনিয়াজোড়া খ্যাতি পাওয়া রোয়ান অ্যাটকিনসন নাকি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এমন খবর প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে।
পরে জানা যায়, এটি পুরোপুরি ভুয়া তথ্য। কেউ বা কারা অনলাইনে ইচ্ছাকৃতভাবে ৬৩ বছর বয়সী এই ব্রিটিশ তারকার মৃত্যুর গুজব ছড়িয়ে দিয়েছে।
সম্প্রতি পশ্চিমা সংবাদমাধ্যমগুলো বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, ‘ফক্স ব্রেকিং নিউজ’ নামের কোনও নকল সংবাদ সংস্থা রোয়ান অ্যাটকিনসনের মৃত্যুর গুজব ছড়িয়েছে। এ সংক্রান্ত পোস্টে যারা ক্লিক করছেন, তাদের প্রত্যেকের কম্পিউটারে নাকি মুহূর্তেই ভাইরাস আক্রমণ করে। অনুমান করা হচ্ছে, গুজবটি কোনও স্ক্যাম ওয়েবসাইটের সঙ্গে সংযুক্ত।
এবারই প্রথম নয়, ২০১৬ সালেও রোয়ান অ্যাটকিনসনের মৃত্যুর গুজব রটেছিলো। এসব নিয়ে অবশ্য তিনি কোনও মন্তব্য করেননি।
এসএ/