ইমরান খানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা শূন্য
প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ২০ জুলাই ২০১৮ শুক্রবার | আপডেট: ০৯:৩৭ পিএম, ২০ জুলাই ২০১৮ শুক্রবার
পাকিস্তানে সেনা সমর্থনের ছত্রছায়ায় তেহরিক-ই-ইনসাফ রমরমা অবস্থানে থাকলেও ইমরান খান দেশটির প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে মন্তব্য করেছেন পিপিপির কো চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। ফায়সালাবাদে নির্বাচনী সমাবেশে এমন মন্তব্য করলেন ‘পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এর কো- চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো।
সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইমরান খানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা শূন্য শতাংশ। তিনি আরও বলেন, আমাদের অবশ্যই আদর্শ ও লক্ষ্য ভিত্তিক রাজনীতি করতে হবে। তাই বেনজির ভুট্টো ও জুলফিকার আলী ভুট্টোর আদর্শকে সমুন্নত রাখতে হবে। আমরা পাকিস্তান থেকে ঘৃণ্য রাজনীতি ও গলাবাজির রাজনীতি দূর করতে চাই, তাই আপনাদের ভোট ও সমর্থন আশা করছি।’
এদিকে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের আয়োজন করেছে পাক সেনাবাহিনী। পাকিস্তান ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গাফুর সংবাদ সম্মেলনে বলেন, আসন্ন ২৫ জুলাইয়ের পাকিস্তান নির্বাচনে সেনাবাহিনীর কোনও হস্তক্ষেপ নেই।
এমজে/