ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

আজকের বাজার দর (ভিডিও)

প্রকাশিত : ০৫:৩৪ পিএম, ২০ জুলাই ২০১৮ শুক্রবার

রাজধানীর কাঁচাবাজারে পিয়াজ, ডিম আর কাঁচামরিচের দাম বেড়েছে। তবে স্বাভাবিক আছে সবজিবাজার। কমেছে সব ধরনের মোটা চালের দাম।

প্রকৃতির উত্তাপের প্রভাব পড়েছে কাঁচামরিচে। । 

গত সপ্তাহে যে মরিচের দাম ছিল ১২০টাকা কেজি, এখন তা বিক্রি হচ্ছে ১৪০টাকায়। দাম বাড়ানোর পেছনে যুক্তির অভাব নেই বিক্রেতাদের, যদিও তা মানছেন না ক্রেতারা।

বাজরে ২০ থেকে ৪০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে সব রকম সবজি।  ফলে কিছুটা স্বস্তি মানুষের।

৪ থেকে ৫ টাকা বেড়ে দেশি পেয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। বেড়েছে ডিমের দামও। পাইকারি বাজারে ডজন প্রতি মুরগির ডিম বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

নদীর মাছ বাজারে নেই বললেই চলে। তবে চাষের মাছের অভাব নেই।

মৌসুম হওয়ায় দাম বাড়েনি চালের। তবে মোটা চালের দাম কেজিতে কমেছে ১ টাকা। যদিও কিছুটা হেরফের দেখা গেছে মসলার বাজারে।

অপরিবর্তিতই আছে সব রকম মাংসের দাম। গরুর মাংস ৪৮০ থেকে ৫০০ টাকা, খাসি ৭৫০ থেকে ৮০০ টাকায় আর প্রকার ভেদে দামের পার্থক্যে বিক্রি হচ্ছে মুরগির মাংস।