ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

৩ সিটির প্রার্থীরা গণসংযোগে ব্যস্ত (ভিডিও)

প্রকাশিত : ০৫:৪৪ পিএম, ২০ জুলাই ২০১৮ শুক্রবার | আপডেট: ০৬:০১ পিএম, ২০ জুলাই ২০১৮ শুক্রবার

ছুটির দিনের সকাল থেকেই গনসংযোগে ব্যস্ত তিন সিটির মেয়র ও কাউন্সিল প্রার্থীরা। নগরীর ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ভোট চাইছেন তারা। দিচ্ছেন উন্নত নগরী গড়ার প্রতিশ্র“তি। প্রচারে বাধা দেয়ার পাল্টাপাল্টি অভিযোগও করেছেন প্রার্থীরা।

রাজশাহী সিটি নির্বাচনের প্রার্থীদের নিয়ে গোলটেবিল বৈঠক। অংশ নেন চার মেয়র প্রার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। নগরীর উন্নয়নে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন প্রার্র্থীরা।

সকালে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল গণসংযোগ করেন নগরীর ৩০নং ওয়ার্ডে।

বরিশালের পলাশপুর কলোনী এলাকায় প্রাচার চালান বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ার। সুষ্ঠ নির্বাচনের জন্য সেনাবাহিনী প্রয়োজন বলে দাবী করেন তিনি। আর কালীবাড়ি এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। উন্নত নগরী গড়তে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

এছাড়া সিলেট সিটি কর্পোরেশনে নেতাকর্মীদের নিয়ে গনসংযোগ করছেন প্রধান দলগুলোর প্রার্থীরা। নেতাকর্মীদের পুলিশ হয়রানি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী। আর বিএনপিকে অভিযোগে রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান আওয়ামী লীগের মেয়র প্রার্থী। 

৩০ জুলাই সুষ্ঠু ভোট হবে বলেই আশা করছেন তিন সিটির ভোটাররা।