ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

ময়মনসিংহে এ পর্যন্ত নিখোঁজ ৭, উৎকন্ঠায় আছেন পরিবারের সদস্যরা

প্রকাশিত : ০২:০০ পিএম, ২২ জুলাই ২০১৬ শুক্রবার | আপডেট: ০২:০০ পিএম, ২২ জুলাই ২০১৬ শুক্রবার

সাম্প্রতিক সন্ত্রাসী-জঙ্গি হামলার পর, দেশজুড়ে নিখোঁজ তরুণ ও শিক্ষার্থীদের বিষয়ে বেড়েছে পুলিশ-প্রশাসনের তৎপরতা। ময়মনসিংহে এ পর্যন্ত ৭ জন নিখোঁজে, থানায় জিডি করা হয়েছে। তাদেরকে ফিরে নিয়ে উৎকন্ঠায় আছেন পরিবারের সদস্যরা। গুলশান-শোলাকিয়াসহ সাম্প্রতিক হামলার পর, জঙ্গি-সন্ত্রাসে সংশ্লিষ্টতার শেকড় উদঘাটনে এবার নিখোঁজ তরুণদের সন্ধানে নেমেছে দেশের সব জেলা প্রশাসন। ময়মনসিংহে নিখোঁজ শিক্ষার্থীসহ ৭ তরুণ। এদের মধ্যে ফুলবাড়িয়া উপজেলার ৩ জন আর গফরগাঁও, হালুয়াঘাট, ধোবাউড়া ও ভালুকার ১ জন করে নিখোঁজ। তাদের পরিবারের পক্ষ থেকে এরিমধ্যে সাধারণ ডায়েরিও করা হয়েছে থানায়। বিষয়টি পুলিশ খতিয়ে দেখলেও শঙ্কিত স্বজনরা। আতংকও দেখা দিয়েছে পরিবারগুলোয়। সন্ত্রাস-জঙ্গিবাদের মতো কোন ধ্বংসাত্মক ফাঁদে যাতে নিখোঁজরা না পড়ে, এমন প্রত্যাশা তাদের এলাকাবাসীর। পুলিশ বলছে, নিখোঁজ তরুণদের জঙ্গি সংশ্লিষ্টতার কোন তথ্য এখনো মেলেনি। চলছে তাদের খুঁজে বের করার চেষ্টা। এই নিখোঁজদের মতো অন্যান্য তরুণদের অভিভাবকসহ সব মহলে জঙ্গিবাদের বিষয়ে আরো সচেতনতা বাড়ানোর আহ্বান ভুক্তভোগী পরিবারগুলোর।