ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে শান্তি চুক্তি হচ্ছে
প্রকাশিত : ১০:৫১ এএম, ২১ জুলাই ২০১৮ শনিবার
ঘরে ফেরা আন্দোলনে ইসরায়েলি হামলায় ১৪০ ফিলিস্তিনি নিহত হওয়ার পর হামাস ও ইসরায়েলের মধ্যে একটি শান্তি চুক্তি হতে যাচ্ছে। অবরুদ্ধ গাজা ভূখণ্ডের নেতৃত্বাধীন ফিলিস্তিনি গ্রুপের মুখপাত্র আল জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে হামাসের মুখপাত্র ফাওজি বারহুম এক বিবৃতিতে বলেন,আন্তর্জাতিক মহল ও জাতিসংঘের চেষ্টায় আমরা একটি চুক্তিতে পৌঁছেছি। এর মাধ্যমে আবারও ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি ফিরে আসবে।
এদিকে গত শুক্রবারও ইসরায়েলি বাহিনীর হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। ওই হামলায় অন্তত ১২০ ফিলিস্তিনি আহত হন। এদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গত শুক্রবার ফিলিস্তিনি বাহিনীর হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
সূত্র: আলজাজিরা
এমজে/