হাজার ফুট নীচে পড়েও ফোন অক্ষত
প্রকাশিত : ০১:৩২ পিএম, ২১ জুলাই ২০১৮ শনিবার
হাজার ফুট উচ্চতা থেকে পড়েও, অক্ষত অবস্থায় মিলল আইফোন৷ ‘Find My iPhone’ অ্যাপটির মাধ্যমে এটি সম্ভব হয়েছে।
সংবাদ মাধ্যমে খবর, সারভিন্দর নাবেরহস নামের ওই যাত্রী আইওয়া থেকে বিমান যাত্রা করেছিলেন৷ যাত্রাপথকে ফ্রেমবন্দী করতে ব্যস্ত থাকার সময় হাত থেকে ফোনটি পড়ে যায়৷ ফোনটি পড়ে যাওয়ার সময় ঝোড়ো হাওয়া চলছিল৷
এরপর, নাবেরহস ফোনটির খোঁজার চেষ্টা করলে বিমান চালক তাকে বৃথা চেষ্টা করতে নিষেধ করেন৷ চালকের কথায় গুরুত্ব না দিয়েই ঝুঁকি নেন তিনি৷ ফোন খুঁজতে ব্যবহার করেন ‘Find My iPhone’ অ্যাপটিকে৷
অবশেষে, বসতি এলাকায় ঘাসের উপর থেকে ফোনটিকে খুঁজে পেতে সক্ষম হন নাবেরহস৷ কিন্তু আশ্চর্যের বিষয়, সম্পূর্ণ অক্ষত অবস্থায় ফোনটি পাওয়া যায়৷ এমনকি এত উচ্চতা থেকে মাটিতে পড়ার পরও একটি দাগ দেখা যায়নি ফোনটিতে৷
সংবাদ মাধ্যমকে নাবেরহস জানায়, ঘটনায় মনে হয়েছে, ভগবানের মধ্যেও হাস্যরসের অনুভূতি রয়েছে৷ তবে, উঠে আসছে আরও একটি সম্পর্কিত ঘটনা৷ অরল্যান্ডের পার্কে রাইড চড়ার সময় এক মহিলার হাত থেকে পড়ে যায় তার সাধের আইফোন৷ ৪৫০ ফুট উচ্চতা থেকে সেলফি তোলার সময় হাত থেকে স্লিপ করে পড়ে যায় ফোনটি৷ সেক্ষেত্রেও, ফোনটিকে অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছিল৷ যদিও, কয়েক মূহুর্তে ভাইরাল হয়ে যায় ফোন পড়ে যাওয়ার ভিডিওটি৷
সূত্র- কলকাতা ২৪
আরকে//