ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

এ মণিহার আমার নাহি সাজে: শেখ হাসিনা

প্রকাশিত : ০৫:০৩ পিএম, ২১ জুলাই ২০১৮ শনিবার | আপডেট: ০৫:১৮ পিএম, ২১ জুলাই ২০১৮ শনিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কবিগুরুর ভাষায় বলতে চাই, ‘এ মণিহার আমার নাহি সাজে’। আমার কোন চাওয়া পাওয়া নাই। জাতির পিতার মতো মানুষের জন্য কাজ করতে এসেছি।

আজ শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ, বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ, অস্ট্রেলিয়ায় গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড এবং সর্বশেষ ভারতের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ সংবর্ধনা দিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ।

সংবর্ধনা গ্রহণ করে প্রধানমন্ত্রী এ সময় বলেন, বঙ্গবন্ধু ২৩ টি বছর মানুষের জন্য জেল জুলুম সহ্য করেছেন। আমার সৌভাগ্য আমি জাতির পিতার কণ্যা হিসেবে জন্মগ্রহণ করতে পেরেছি। প্রধানমন্ত্রী এ সময় জাতীয় চার নেতার প্রতি ও বিভিন্ন আন্দোলন সংগ্রামে আত্মাহুতি দেওয়া শহীদদের স্মরণ করেন। প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রনায়ক হিসেবে মাত্র সাড়ে তিনবছর সময় পেয়েছিলেন বঙ্গবন্ধু। মাত্র নয় মাসে একটা সংবিধান উপহার দিয়েছিলেন। এই বাংলাদেশকে তিনি একেকটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়তে চেয়েছিলেন। তিনি বলতেন, বাংলাদেশ হবে প্রাচ্যের সুইজারল্যান্ড। গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। গণসংবর্ধনা অনুষ্ঠানে অভিনন্দন পত্র পাঠ করেন দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।

আ আ / এআর