ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে নবম শ্রেণির শিক্ষার্থী নিহত 

প্রকাশিত : ০৮:১১ পিএম, ২১ জুলাই ২০১৮ শনিবার

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশের নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশীর নাম আলী হোসেন (১৮)। তিনি উপজেলার বেলডাঙ্গী কাঠালডাঙ্গী গ্রামের মোস্তাক আলীর ছেলে (১৮) এবং মধ্য ভরনিয়া মাদরাসার ৯ম শ্রেণির ছাত্র ছিল।

এদিকে ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সীমান্তে গুলিতে নিহত আলী হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান হরিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ১০ থেকে ১২ জন গরু আনতে ভারতে যান। এ সময় নারগাঁও বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আলী হোসেন গুলিবিদ্ধ হয়। সহযোগীরা তাকে উদ্ধার করে নিয়ে আসার পথে আলী হোসেন মারা যায়। 

নিহতের বাবা মোস্তাক আলী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তার ছেলে বাড়িতেই ছিল। স্থানীয় গরুর দালালরা রাতে তার ছেলেকে নিয়ে যায়।

এমএইচ/এসি