সিরাজগঞ্জে জমেনি কৈজুরী নৌকার হাট(ভিডিও)
প্রকাশিত : ০৮:১২ পিএম, ২১ জুলাই ২০১৮ শনিবার
সিরাজগঞ্জের শাহজাদপুরে এবার তেমন জমেনি শত বছরের ঐতিহ্যবাহী কৈজুরী নৌকার হাট। বন্যা শুরু হবার পর থেকে এর চাহিদা থাকে অন্তত চার মাস। এবার বন্যার স্থায়িত্ব বেশী না হওয়ায় অন্যান্য বছরের চেয়ে নৌকার চাহিদা কম। তবে, এবার নৌকার দাম বেশ চড়া বলে অভিযোগ ক্রেতাদের।
যমুনা ঘেরা সিরাজগঞ্জের ৫ উপজেলার মানুষ সাড়া বছরই কোন না কোন ভাবে নৌকার উপর নির্ভরশীল। বর্ষা মৌসুমে এর চাহিদা থাকে বেশী। তাই প্রতি বছরই বর্ষার সময় সিরাজগঞ্জের কৈজুরীতে বসে নৌকার হাট।
সপ্তাহের প্রতি শুক্রবার চলা এ হাটে বিভিন্ন এলাকা থেকে ছোট-ছোট ডিঙ্গি ও কোসা নৌকা নিয়ে আসেন ব্যাপারীরা। চলে কেনা-বেঁচা। আসেন সৌখিন নৌকা ক্রেতারাও। তবে এবার নৌকা কেনা বেচা কম বলে জানালেন বিক্রেতারা।
আর ক্রেতাদের অভিযোগ নৌকার দাম এবার অনেক বেশী। ফলে ইচ্ছে থাকা সত্বেও কিনতে পারছেন না তারা।
কাঠ, টিন ও মজুরীর মুল্য বৃদ্ধি পাওয়ার কারনেই নৌকার দাম বেড়েছে বলে জানালেন ব্যাপারীরা।
এ পেশা টিকিয়ে রাখতে সরকারী পৃষ্ঠ-পোষকতার দাবী জানালেন সংশ্লিষ্টরা।