ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

মায়ানমার সীমান্তে কাঁটাতার দেয়ার উদ্যোগ(ভিডিও)

প্রকাশিত : ০৮:২০ পিএম, ২১ জুলাই ২০১৮ শনিবার

ইয়াবা পাচাররোধে মায়ানমার সীমান্তে স্থায়ীভাবে কাঁটাতার দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট ্রমন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দীন আহমদ চৌধুরী। এছাড়া গডফাদারদের জন্য মৃতদন্ডের বিধান রেখে নতুন মাদক আইন তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

কারাগার, পাসপোর্ট, ফায়ার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের বর্তমান সংকটসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে এই বৈঠক করেন স্বরাষ্ট মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দীন আহমদ চৌধুরী। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় চট্টগ্রামে নতুন কারাগার নির্মাণ, হয়রানি কমাতে ই-পাসপোর্ট প্রকল্প বাস্তবায়নসহ বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরা হয়। তবে, সভায় সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয় ইয়াবা বন্ধসহ মাদক নিয়ন্ত্রণের উপর।

মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্সের কথা জানিয়ে সচিব ফরিদ উদ্দীন চৌধুরী বলেন, কক্সবাজারকে আলাদা জোন হিসেবে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর পাশাপাশি শিগগির যৌথ বাহিনীর অভিযান চালানো হবে। এসময় তিনি ইয়াবা পাচাররোধে মায়ানমার সীমান্তে কাঁটাতার দেয়ার কথা জানান।

মাদকের গডফাদারদের জন্য মৃত্যুদ-ের বিধান রেখে প্রণীত নতুন আইনের খসড়া আগামী সপ্তাহে মন্ত্রীসভায় উপস্থাপন করা হবে বলেও জানান সচিব।

এছাড়া সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত সারাদেশে চলমান মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় সভায়।