ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

রাহুল ম্যাজিক

‘ঘৃণা নয়, ভালোবাসা দিয়ে জয় করো’

প্রকাশিত : ০৪:২৮ পিএম, ২২ জুলাই ২০১৮ রবিবার

লোকসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তুলোধুনো করার পর হঠাৎই চেয়ার ছেড়ে উঠে তার সঙ্গে কোলাকুলি করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এই ঘটনায় হতবাক হয়ে পড়েন খোদ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে বিরোধী জোট। তবে রাহুলের সেই কোলাকুলির দৃশ্য-ই যে রাহুল ম্যাজিকে পরিণত হয়েছে।

এরইমধ্যে মুম্বাইয়ের রাস্তায় রাস্তায় শোভা পাচ্ছে রাহুল-মোদির সেই কোলাকুলির দৃশ্য। তাতে লেখা হয়েছে, ‘ঘৃণা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে জয় করো।’ মোদির বিরুদ্ধে যখন বিরোধী জোট একাট্টা হয়ে অনাস্থা প্রস্তাব তুলেছে, তখন বিরোধী জোটের সঙ্গে তর্কবিতর্কের এক পর্যায়ে খুব হট্টগোল হয় লোকসভার মধ্যে। এমনকি আলোচনা একবারের জন্য স্থগিতও করেন স্পিকার।

এরইমধ্যে হঠাৎ চেয়ার থেকে উঠে মোদির সঙ্গে কৌশল বিনিময় ও কোলাকুলি করেন সোনিয়া পুত্র। এবার সেই ঘটনাকে ট্রাম্প কার্ড বানিয়ে রাস্তায় রাস্তায় ছড়ানো হচ্ছে, কংগ্রেস ভালোবাসায় বিশ্বাস করে। এর আগে রাহুল গান্ধী নরেন্দ্র মোদি ও ক্ষমতাসীন দল বিজেপির তুমুল সমালোচনা করেন। রাফালে চুক্তি, বেকারত্ব, চীনের সঙ্গে দুকলামের অচলাবস্থা ও পণ্যের উপর চীনের অতিরিক্ত শুল্কারোপ বিষয়ে মোদির বিরুদ্ধে এক হাত নেন রাহুল।

এদিন খুব উত্তপ্ত ছিল লোকসভা। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ দেশটির বেশ কয়েকটি বিরোধী দলীয় জোট মোদি সরকারের তীব্র সমালোচনা করেন। এর পরই ভারতীয় সমাজের কথা উল্লেখ করে রাহুল জানান, ভারতীয় সমাজে যে তোমাকে ঘৃণা করবে, তাকে তুমি ভালোবাসবে। মানুষকে ভালোবাসতেই হবে, যদিও সে তোমার শত্রু হয়।

এমজে/