জেনোসাইড প্রতিরোধে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে ফেলোশিপ প্রোগামের আয়োজন
প্রকাশিত : ০৫:৩৪ পিএম, ২৩ জুলাই ২০১৬ শনিবার | আপডেট: ০৫:৩৪ পিএম, ২৩ জুলাই ২০১৬ শনিবার
বিশ্বজুড়ে জেনোসাইড প্রতিরোধে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে ফেলোশিপ প্রোগামের আয়োজন করেছে যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ সেমিনার কক্ষে এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে গণহত্যা নিয়ে ৫ জন ফেলো তাদের গবেষণা প্রস্তাব উপস্থাপন করেন। এছাড়া প্রস্তাবে, গণহত্যার কারণ, বিবর্তন ইতিহাস এবং সম্ভাব্য প্রতিরোধ প্রক্রিয়াসহ যুদ্ধকালীন বেশ কয়েকটি রাজনৈতিক ইস্যু তুলে ধরা হয়েছে। ৩ বছর মেয়াদী গবেষণাধর্মী এ ফেলোশিপ প্রোগ্রামে সহায়তা করছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড।