হিরার খনির সন্ধান!
প্রকাশিত : ০৬:০৭ পিএম, ২২ জুলাই ২০১৮ রবিবার | আপডেট: ১১:০৭ এএম, ২৪ জুলাই ২০১৮ মঙ্গলবার
ভূপৃষ্ঠের অনেক গভীরে অবিশ্বাস্যরকম এক হীরার খনির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গবেষণা চালিয়ে এ তথ্য দেন।
গবেষণা দলে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অব টেকনোলজি (এমআইটি), হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াসহ বেশকিছু প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা যৌথভাবে গবেষণা চালিয়ে এ তথ্য দেন।
এমআইটির পৃথিবী, বায়ুমণ্ডল ও গ্রহবিজ্ঞান বিভাগের গবেষক উলরিচ ফাউল এ সম্পর্কে বলেন, হীরা যত মূল্যবান রত্ন হিসেবে বিবেচিত হোক, ভূতাত্ত্বিক পরিমাপের ক্ষেত্রে এটি তুলনামূলকভাবে সাধারণ একটি খনিজ পদার্থ।
তিনি আরো বলেন, ভূ-অভ্যন্তরে এত বিপুল হীরা মজুদ আছে যা আমরা কল্পনাও করতে পারি না। তবে এই হীরা রয়েছে এক ধরনের পাথুরে আকৃতিতে, যাকে বৈজ্ঞানিক পরিভাষায় বলা হয় `ক্রাটন`।
গবেষকরা জানান, বিজ্ঞানীরা ভূ-অভ্যন্তরের সিসমিক ডাটা সংগ্রহ ও পাথর পরীক্ষা করে হীরার এই মজুদের কথা জানতে পেরেছেন।
ভূ-অভ্যন্তরে এক কোয়াড্রিলিয়নেরও (একের পরে ১৫টি শূন্য) বেশি হীরা মজুদ রয়েছে বলেও জানান তারা।
এমএইচ/ এআর