ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

মোদি সরকারের কারণে গণতন্ত্র ধ্বংস হয়েছে : সোনিয়া

প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ২২ জুলাই ২০১৮ রবিবার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনায় আবারও সরব হলেন সোনিয়া গান্ধী। কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী মোদি সরকারকে গণতন্ত্রের বদলে ‘ভয়ানক রাজত্ব’ বলে আখ্যায়িত করেন। কংগ্রেসের কার্যকরী কমিটির এক সভায় বক্তব্য দিতে গিয়ে এমনটা বলেন সোনিয়া।

ছেলে রাহুল গান্ধীর কাছে দলের সভাপতি পদ ছাড়ার পর দলটির কার্যকরী কমিটির প্রথম বর্ধিত সভা ছিল আজ রোববার। এই সভায় সোনিয়া গান্ধী বলেন যে, এই সরকারের (মোদি সরকার) কারণে গণতন্ত্র ধ্বংস হয়েছে। এসময় রাহুল গান্ধীর প্রতি সমর্থন প্রকাশ করে বিরোধীদের জোট ইউপিএ এর প্রেসিডেন্ট সোনিয়া বলেন, “আমরা জোটবদ্ধভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ আর আমরা সবাই তার (রাহুল) সাথে আছি। গণতন্ত্র ধ্বংস করে ভয়ানক এক রাজত্ব থেকে আমাদের দেশের মানুষদের উদ্ধার করে আনতে হবে”।

তিনি আরও বলেন, “মোদি যে ঔদ্ধত্যভাবে কাজ করছে তাতে এটাই বোঝা যায় যে, মোদির উলটা সময় শুরু হয়ে গেছে”।

একই সভায় গেল বারের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং বক্তব্য রাখেন। তিনি বলেন, ভারতের সামাজিক সম্প্রীতি এবং অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সময় এসে গেছে। আর এর জন্য রাহুল গান্ধীর প্রতি সব রকম সহায়তা দেবে ইউপিএ।

গত সপ্তাহে কংগ্রেস দলে নতুন এক বর্ধিত কার্যকরী কমিটি গঠন করেন দলের সভাপতি রাহুল গান্ধী। ২৩ জন সদস্য নিয়ে গঠন করা হয় এই বর্ধিত কমিটি।

সূত্রঃ জি নিউজ

//এস এইচ এস//