ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

জেলে মরিয়ম নওয়াজ যা করছেন

প্রকাশিত : ০৮:৪৭ পিএম, ২২ জুলাই ২০১৮ রবিবার

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়ম নওয়াজ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। চলতি মাসের ১৩ জুলাই লন্ডন থেকে দেশে ফিরেই গ্রেফতার হন তারা।  

তবে নওয়ার শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ কিভাবে তার সময় অতিবাহিত করেছেন তা নিয়ে জনসাধারণের মধ্যে কৌতুহল দেখা গেছে।

মারিয়ম সাধারণত  বই পড়ে এবং কারাবন্দি নারীদের আইনি সহায়তা বিষয়ে আলাপ করেই সময় অতিবাহিত করছেন। 

আইন অনুযায়ী অন্য কারাবন্দিদের শিক্ষা দিয়ে নিজের সশ্রম দণ্ড খাটছেন তিনি।

বাবা আর স্বামীর চেয়ে তুলনামূলক ভালো কক্ষে রয়েছেন মরিয়ম। তবে সবকিছুতেই সাধারণ কারাবন্দিদের মতোই থাকছেন তিনি।

৬ জুলাই রায় ঘোষণার পর ১৩ জুলাই লন্ডন থেকে দেশে ফিরেই গ্রেফতার হন তিনি। এর পর থেকে আদিয়ালা কারাগারে কাটছে সময় তার। সেখানকার নারীবন্দিদের জন্য সদ্যনির্মিত প্রশিক্ষণ কেন্দ্রের একটি কক্ষে থাকছেন তিনি।

উল্লেখ্য, লন্ডনে কেনা চারটি বিলাসবহুল ফ্ল্যাটের মূল্য পরিশোধে দেওয়া অর্থের উৎস দেখাতে ব্যর্থ হয়ে সাত বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করছেন মরিয়ম নওয়াজ।

একই মামলায় ১০ বছরের কারাদণ্ড ভোগ করছেন মরিয়মের বাবা পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। মরিয়মের স্বামী সফদার আলীও ভোগ করছেন কারাদণ্ড।

 

এমএইচ/ এসএইচ/