ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

অরফানেজ ট্রাস্ট মামলা

আজ খালেদার আপিলের ফের শুনানি

প্রকাশিত : ০৮:১৮ এএম, ২৩ জুলাই ২০১৮ সোমবার

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার আপিল শুনানি আজ সোমবার আবার অনুষ্ঠিত হবে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার ষষ্ঠ দিনে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রেজাক খান, এজে মোহাম্মাদ আলী। গত ১২ জুলাই থেকে আপিল শুনানি শুরু হয়।
গতকাল এ মামলায় আইনজীবীরা দুদকের ৯ ও ১৫ নম্বর সাক্ষীর জবানবন্দি ও জেরা পড়ে শোনান। তারা বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা করা হয়েছিল। এই মামলা যখন করা হয়েছিল, তখন ছিল মাইনাস টু ফর্মুলা। আর এখন মাইনাস ওয়ান ফর্মুলা নেওয়া হয়েছে। দিনভর শুনানি শেষে সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি করেন আদালত।
আদালতে খালেদা জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ, জয়নুল আবেদীন, খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল, এ কে এম এহসানুর রহমান প্রমুখ।

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
এসএ/