ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

অপুর দিনকাল

প্রকাশিত : ১০:৩৭ এএম, ২৩ জুলাই ২০১৮ সোমবার | আপডেট: ০২:৩১ পিএম, ২৩ জুলাই ২০১৮ সোমবার

একদিকে ক্যারিয়ার আর অন্যদিকে পুত্র জয়। ঢালিউডের আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের এখন দুটি জগৎ। আর এই দুটি জগৎ নিয়ে বেশ ভালো আছেন অভিনেত্রী। চলার পথে এখন আর অতিরিক্ত কোনো চিন্তা নেই। নেই কোনো ঝামেলাও। ঠান্ডা মাথায়, মুক্ত জীবন উপভোগ করছেন তিনি। আনন্দ, হাসিতে বেশ ফুরফুরে দিন কেটে যাচ্ছে তার।

জীবনের কিছু রঙিন স্বপ্ন এখন শুধুই অতীত। স্মৃতিঘেরা সেই সব রঙিন দিনের কথা নিয়ে অপু বলেন, ‘মানুষের জীবনটাইতো একটা স্মৃতির আধার। পথ চলতে পথের দুধারে শুধু ফুল থাকে না, সেই ফুলে কাঁটাও থাকে। সে কাঁটার আঘাতে মনের গভীরে ক্ষত হয়, রক্ত ঝরে। তাই বলে কী জীবন থেমে থাকে?’

অপুর বর্তমান এখন শুধুই পুত্র জয়কে ঘিরে। জয় তার বুকভরা পৃথিবী। তার আধো আধো বোলে ‘মা’ ডাকা শব্দে ঘুম ভাঙে। তারপর দুজন মিলে খেলায় মেতে উঠেন।

জয়ের বেড়ে ওঠা নিয়ে অপুর উচ্ছ্বাস ভরা কথা ‘ওর মাঝে প্রতিনিয়ত ট্যালেন্ট লতিয়ে উঠছে’ দোয়া করবেন বিধাতা যেন ওকে দীর্ঘ জীবন দেন আর সত্যিকারের মানুষ করে গড়ে দেন। আমি আর কাঁদতে চাই না। দুচোখকে বলেছি, আর অশ্রু নয়।

বর্তমান ব্যস্ততা নিয়ে অপু বলেন, ‘আসলে কাজ মানুষকে বাঁচিয়ে রাখে। সব দুঃখ ভুলিয়ে দেয়। এই যে এখন আমি দুরন্ত গতিতে সব ক্লান্তি ভুলে কাজের পেছনে অবিরাম ছুটে চলছি সকাল-বিকাল-সন্ধ্যা-রাত্রি। হয়তো অনেকে বলতে পারেন সিনেমার কাজ কমিয়ে স্টেজ শো বা কোনো প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে অপুকে কেন বেশি দেখা যায়। এর সরল জবাব নিশ্চয়ই আছে আমার কাছে। সিনেমার কাজ শুরু করতে হলে মনের মতো গল্প আর চরিত্র পেতে হবে। আমাকেও অভিনেত্রী সুলভ গড়নে ফিরতে হবে। সেই জার্নিটাতো চলছে। এরই মধ্যে ওপার বাংলার একটি সিনেমা ‘শর্টকার্ট’ আর এপার বাংলায় ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ টু’ সিনেমাতে কাজ শুরু করেছি।’

তিনি আরও বলেন, ‘মানুষ যে আমাকে এত ভালোবাসে আমি যদি বিপদে না পড়তাম হয়তো বুঝতেই পারতাম না। মানুষের অবারিত ভালোবাসার টানে আমাকে এসব অনুষ্ঠানে ছুটে যেতে হয়। কাউকে না বলতে খারাপ লাগে। নিজের কাছে নিজেকে ছোট মনে হয়। আমি কারও মনে দুঃখ দিতে চাই না। কারণ দুঃখ পাওয়াটা যে কত কষ্টের সেটা আমার মন জানে। আমি এখন সবাইকে সুখী করতে চাই আর নিজে আমার পরম আদরের জয়কে নিয়ে সুখী হতে চাই।’

এসএ/