ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

জন্মের আগেই উইকিপিডিয়ায় অ্যাকাউন্ট রয়েছে জর্জের!

প্রকাশিত : ১০:৫১ এএম, ২৩ জুলাই ২০১৮ সোমবার

মনভোলানো হাসি। ফুলকো গোলাপি গালের এক খুদে। জন্মের আগে থেকেই উইকিপিডিয়ায় অ্যাকাউন্ট রয়েছে তার। প্রিন্স জর্জ। প্রিন্স উইলিয়াম (ডিউক অফ কেমব্রিজ) এবং ক্যাথরিনের (ডাচেস অফ কেমব্রিজ) প্রথম সন্তান। ২২ জুলাই ব্রিটেনের খুদে রাজপুত্তুর পাঁচ বছরে পড়ল। কেমন কাটল তার জন্মদিন।

জন্মদিনে ব্রিটিশ রাজপরিবার জর্জের নতুন একটা ছবি প্রকাশ করেছে। ইনস্টাগ্রামে পোস্ট করার সঙ্গে সঙ্গেই লাইকের বন্যা। হবে না-ই বা কেন! প্রিন্সেস ডায়ানার নাতি বলে কথা।

ছবিটি অবশ্য জন্মদিনের নয়। ছোট ভাই লুইয়ের ব্যাপ্টিজমের দিন ম্যাট পোর্টিয়াসের ক্লিয়ারেন্স হাউসে স্মার্ট লুকে জর্জের এই ছবিটি তোলা।

রানি এলিজাবেথের প্রপৌত্রের পাঁচ বছরের জন্মদিনে পাঁচ ইউরোর একটি মুদ্রা প্রকাশ করল রাজপরিবার। মুদ্রার একপিঠে সেন্ট জর্জের ছবি। অন্যদিকে ড্রাগন!

জর্জের চার বছরের জন্মদিনেও লন্ডনের কেনসিংটন প্রাসাদে তোলা ছবি শেয়ার করেছিল ব্রিটেনের রাজপরিবার। মন ভাল করা হাসিটা ছিল সেই ছবিতেও।

২০১৬ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখা হয় তার। এরপর খুদের পরা সেই ড্রেসিং গাউনটাই বিক্রি হয়ে যায়।

এক বছর হল স্কুলে যাচ্ছে সে। প্রথম দিন স্কুল যেতে খুদের একটু ভয় করছিল। স্মার্ট গেট-আপের এই পুঁচকে রাজকুমারকে ভাল না বেসে উপায় নেই।

২০১৩ সালের ২২ জুলাই লন্ডনের সেন্ট মেরিজ হাসপাতালে রাজপরিবারের এই উত্তরাধিকারীর জন্ম হয়।

জুন মাসে বাকিংহাম প্রাসাদের বারান্দায় তাকে একবার দেখতে পেয়েছিল লন্ডনবাসী। সে দিন ছিল রানি এলিজাবেথের জন্মদিন।

মে মাসে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের বিয়ের সময় বোন শার্লটের মতো পেজ বয় জর্জ ছিল নবদম্পতির পাশেই।

হেলিকপ্টার আর বিমান হল জর্জের পছন্দের খেলনা। বাবার মতোই হয়তো বিমানচালক হতে চায় সে।

২০১৫ সালে দু’ বছর বয়সেই ব্রিটেনের প্রথম ৫০জন ‘বেস্ট ড্রেসড ম্যান’-এর তালিকায় ৪৯ নম্বরে তার নাম ছিল।

সূত্র: আনন্দবাজার

একে//