অভিনব পন্থায় মার্কিন মুলুক থেকে শতকোটি ডলার আয়
প্রকাশিত : ১১:০০ এএম, ২৩ জুলাই ২০১৮ সোমবার
ভারতের মাটিতে কল সেন্টার। টার্গেট মার্কিন নাগরিক। না, কোনো দরিদ্র নাগরিক নন, বরং উচ্চবিত্তকে টার্গেট করতো কল সেন্টারের প্রশিক্ষিত লোকজন। তারা বলতে পারতেন বিশুদ্ধ মার্কিন-ইংরেজি। আর ইন্টারনেটের মাধ্যমে মার্কিন নাগরিকদের তথ্য হাতিয়ে নিয়ে, তাদের কাছ থেকে লাখ লাখ ডলার হাতিয়ে নেয় কয়েকজন প্রশিক্ষিত ভারতীয় হ্যাকার।
এমন অভিযোগ ২৪ ভারতীয়কে হাজতবাসের সাজা দিল মার্কিন আদালত। এই প্রথম আমেরিকায় কোনও একটি মামলায় একসঙ্গে এত জন ভারতীয়কে শাস্তি দেওয়ার ঘটনা ঘটেছে। তাদেরকে ৪ থেকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
তাদের বিরেুদ্ধে অভিযোগ, ইন্টারনেট থেকে নাগরিকদের তথ্য হাতিয়ে কল সেন্টার থেকে তাঁদের ফোন করা হত। মার্কিন আয়কর আধিকারিক বা অভিবাসন কর্মী পরিচয় দিত অভিযুক্তেরা সরকারের বকেয়া অর্থ জমা না করলে গ্রেফতারি, জরিমানার হুমকি দিয়ে টাকা চাওয়া হত। গুজরাতের আমদাবাদের কল সেন্টার থেকেই পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করা হত। স্থানীয় কয়েক জনকে প্রশিক্ষণ দিয়ে খাঁটি মার্কিনি উচ্চারণ শেখানো হত। তারাই ফোন করত আমেরিকায়।
এমজে/