সাঙ্গু কলেজ জাতীয়করণের ঘোষণায় আনন্দে ভাসছে পুরো উপজেলা
প্রকাশিত : ০৫:২৫ পিএম, ২৩ জুলাই ২০১৬ শনিবার | আপডেট: ০৫:২৫ পিএম, ২৩ জুলাই ২০১৬ শনিবার
বান্দরবানের দুর্গম এলাকা আর শিক্ষায় পিছিয়ে পড়া উপজেলা রুমার, সাঙ্গু কলেজ জাতীয়করণের ঘোষণায় আনন্দে ভাসছে পুরো উপজেলা। উল্লাসিত কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার মানুষ।
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বান্দরবানের দুর্গম উপজেলা রুমা। বান্দরবান শহর থেকে এর দুরত্ব ৪৮ কিলোমিটার। এখানে রয়েছে দেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ তাজিংডং ও কেউক্রাডংসহ নয়নাভিরাম বিভিন্ন পর্যটন স্পট।
এ’ অঞ্চলে পর্যটনের প্রসার ঘটলেও শিক্ষার তেমন বিস্তার ঘটেনি। পুরো এলাকায় রয়েছে মাত্র ১টি উচ্চ বিদ্যালয় এবং একটি কলেজ। ২০১৩ সালের আগে পর্যন্ত বিদ্যালয়ে পড়াশোনা শেষে প্রতিষ্ঠান না থাকায় কলেজে ভর্তিতে বিড়ম্বনার শিকার হতো শিক্ষার্থীরা। আর তাই প্রতিষ্ঠার স্বল্প সময়ের মধ্যে কলেজটি জাতীয়করণের ঘোষণায় খুশী রুমাবাসী।
এর ফলে পাহাড়ী এই জনপদে শিক্ষার মান বাড়বে বলে মনে করছে সবাই। এ’জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছে তারা।
২০০০ সালে প্রতিষ্ঠা করা হয় রুমা সাঙ্গু কলেজ। ২০০৫ সালে সন্ত্রাসীদের আগুনে কলেজটি পুড়ে যাওয়ার পর, ২০১৩ সালে একডেমিক ভবন পুন:নির্মাণ করে কলেজটির নতুন যাত্রা শুরু হয়।