ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

হৃদরোগে ভুগছেন নওয়াজ, হাসপাতালে পাঠানোর সুপারিশ

প্রকাশিত : ০১:২৯ পিএম, ২৩ জুলাই ২০১৮ সোমবার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে হাসপাতালে পাঠানোর সুপারিশ করেছেন চিকিৎসকেরা। হৃদরোগ ও কিডনি জটিলতায় ভোগার কারণে তাকে দ্রুত কারাগার থেকে হাসপাতালে প্রেরণের সুপারিশ করেন তার দেহ চেকআপ করা একটি টিম।

জেল কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, ডা. জেনারেল আজহার কিয়ানির নেতৃত্বাধীন একটি মেডিকেল টিম তাকে চেকআপ করে আদিয়ালা কারাগারে যান। এরপর দীর্ঘক্ষণ ধরে পরীক্ষা-নিরীক্ষার পর তারা জানতে পারেন, হৃদরোগ ও কিডনিজনিত জটিলতায় ভুগছেন নওয়াজ। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা প্রয়োজন বলে মনে করেন তারা।

হাসপাতালে নওয়াজ ভালো নেই, এমন সংবাদ প্রকাশের পরই তাকে মেডিকেল চেকআপ করানো হয়। এদিকে নওয়াজ কন্যা মরিয়মের স্বামী মুহাম্মদ সফাদারও কান ও গলার সংক্রমণে ভুগছেন। রাওয়ালপিন্ডির ইনস্টিটিউট অব কার্ডিওলজি’র সাবেক প্রধান জেনারেল আজহার কিয়ানি তাদের স্বাস্থ্য চেকআপ করেন।

সূত্র: ডন
এমজে/