ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

চাদে বোকো হারামের হামলায় ১৮ জন নিহত

প্রকাশিত : ০২:০৯ পিএম, ২৩ জুলাই ২০১৮ সোমবার

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলভিত্তিক জঙ্গি সংগঠন বোকো হারামের আক্রমণে চাদের নিগার অঞ্চলে ১৮ জন নিহত হয়েছেন।

সম্প্রতি বোকো হারাম জঙ্গিদের আক্রমণে এ ঘটনা ঘটে।

লেক চাদের গর্ভনর মোহাম্মদ আবা সালাহ জানান, তাদের আক্রমণে ভীত হয়ে লেক চাদ অঞ্চলের প্রায় তিন হাজার গ্রামবাসী তাদের বাড়ি-ঘর ছাড়তে বাধ্য হয়েছেন।  

তিনি জানান, লোকজনকে হত্যা করার পাশাপাশি ১০ জন নারীকেও অপহরণ করেছে তারা।

বোকো হারাম বর্তমানে লেক চাদের বর্ডার অঞ্চল নাইজার ও নাইজেরিয়া অঞ্চলে আধিপত্য বিস্তার করেছে বলে জানান তিনি।

এদিকে চাদ, ক্যামেরুন এবং নাইজারের সেনাবাহিনীকে বোকো হারামের বিরুদ্ধে সোচ্চার থাকার আহবান জানিয়েছে নাইজেরিয়া। 

এর আগে চলতি বছরের মে মাসে বোকো হারামের হামলায় ছয় জন লোক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার জন ছিলেন সরকারি কর্মকর্তা এবং দু’জন সেনা সদস্য।

উল্লেখ্য, বোকো হারাম নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলভিত্তিক জঙ্গি সংগঠন। তারা মূলত আল-কায়েদার মতো পশ্চিমা শিক্ষা-সংস্কৃতির বিরুদ্ধে। আত্মঘাতী বোমা হামলা তাদের প্রধান যুদ্ধপদ্ধতি এবং আল-কায়েদার মতো `আদর্শ` বাস্তবায়নে চরমপন্থী।

সূত্র : আলজাজিরা।

এমএইচ/