ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

৫ বছরে প্রিন্স জর্জ

প্রকাশিত : ০২:১২ পিএম, ২৩ জুলাই ২০১৮ সোমবার

পঞ্চম বর্ষে পদার্পন করল প্রিন্স জর্জ। ডিউক অব ক্যামব্রিজ উইলিয়ামস এবং ডাচেজ অব ক্যামব্রিজ কেট মিডলটনের বড় ছেলে প্রিন্স জর্জ। ব্রিটিশ রাজ পরিবারের পক্ষ থেকে গতকাল রোববার পঞ্চম বর্ষে পদার্পনের দিনে প্রিন্স জর্জের ছবি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

উইলিয়ামস এবং মিডলটনের বাসভবন কেনসিংটন প্যালেস তাদের টুইটার পেইজে এক টুইট বার্তায় প্রিন্স জর্জের ছবি প্রকাশ করে। ব্রিটিশ এই রাজ পরিবারের শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে ঐ টুইটে ‘ধন্যবাদ’ জানায় কেনসিংটন প্যালেস কর্তৃপক্ষ।

জর্জ ছাড়াও কেট-উইলিয়ামসের পুরো পরিবারের একত্রিত ছবি প্রথমবারের মতো প্রকাশ করা হয়। এসময় কেট মিডলটনের কোলে ছিলেন আড়াই মাস বয়সী প্রিন্স লুইস। আর উইলিয়ামসের দুই হাত ধরা ছিলেন প্রিন্স জর্জ এবং প্রিন্সেস চার্লট।

প্রিন্স জর্জের ছবিটি তোলেন রাজ পরিবারের চিত্রগ্রাহক ম্যাট পর্টিয়াস। ক্লারেন্স হাউজের রয়্যাল গার্ডেনে এই ছবিটি তোলা হয়।   

২০১৩ সালের ২২ জুলাই সেন্ট ম্যারি’স হসপিটালে জন্ম হয়েছিল প্রিন্স জর্জ আলেকজান্ডার লুইসের। ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথের পুতি প্রিন্স জর্জ। এছাড়াও প্রিন্স চার্লস এবং প্রিন্সেস ডায়নার নাতি জর্জ। বাবা উইলিয়ামস আর চাচা হ্যারির পর সিংহাসনের তৃতীয় উত্তরাধিকার জর্জ।

সূত্রঃ বিবিসি

//এস এইচ এস//