ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

বিএনপির প্রতিনিধি দল যাচ্ছে ইসিতে

প্রকাশিত : ০৩:৩১ পিএম, ২৩ জুলাই ২০১৮ সোমবার

বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল আজ নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছে। আগামী ৩০ জুলাই অনুষ্ঠেয় রাজশাহী, বরিশাল, সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে বিভিন্ন অনিয়ম নিয়ে আলোচনা করতে তারা যাচ্ছেন বলে জানা গেছে।

সোমবার বেলা তিনটার দিকে প্রতিনিধি দলটি ইসিতে যাবেন বলে নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিড়িয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।
তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে বৈঠক করবেন তারা। বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. মঈন খানের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও রয়েছেন চেয়ারপাসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স।

বিএনপির সূত্র জানায়, বৈঠকে তারা তিন সিটি নির্বাচন উপলক্ষে পুলিশ প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ, ধানের শীষের প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়া এবং তিন সিটিতে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়ে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাবেন।

এছাড়া, নির্বাচনে সেনাবাহিনী মোতায়ন ও ইভিএম ব্যবহার না করার জন্য বিএনপির পক্ষ থেকে ইসির কাছে দাবি জানানো হবে।

আরকে//