গাজীপুরে কিশোরী উন্নয়ন কেন্দে চালু হয়েছে ভিডিও কনফারেন্স পদ্ধতি
প্রকাশিত : ০৭:৩১ পিএম, ২৩ জুলাই ২০১৬ শনিবার | আপডেট: ০৭:৩১ পিএম, ২৩ জুলাই ২০১৬ শনিবার
গাজীপুরের কোনাবাড়িতে কিশোরী উন্নয়ন কেন্দ্রে প্রথমবারের মতো চালু হয়েছে ভিডিও কনফারেন্স পদ্ধতি। এতে নিবাসীরা তাদের অভিভাবকদের সাথে স্কাইপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।
শনিবার দুপুরে এর উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নূরুজ্জামান আহমেদ। আয়োজকরা জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কিশোরীদের সঙ্গে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে অভিভাবকরা যোগাযোগ করতে পারেন না। এ সম্যস্যার কথা বিবেচনা করে কথোপকথন পদ্ধতি চালু করা হয়েছে। এতে অভিভাবকরা জেলার সমাজসেবা কার্যালয় থেকে নির্ধারিত দিনে সন্তানদের সাথে কথা বলতে পারবেন।