ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়নে গতি পায়: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১২:২১ পিএম, ২৪ জুলাই ২০১৮ মঙ্গলবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতন্ত্রে ধারাবাহিকতা জরুরি। সরকারের ধারাবাহিকতা থাকলে টেকসই উন্নয়ন হয়। উন্নয়ন গতি পায়। আমরা টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকতে পারায় দেশ সমৃদ্ধির দোঁরগোড়ায়।

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

প্রধানমনন্ত্রী শেখ হাসিনা বলেন, পঁচাত্তরের ১৫ আগস্টের পর সেনাশাসকরা ষড়যন্ত্রকারীরা ক্ষমতায় এসে দেশকে পিছিয়ে দিয়েছিল। তাঁরা নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিল। আমরা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে দেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করি। কিন্তু ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে দেশকে আবার অন্ধকারে নিয়ে যায়। তারা মানি লন্ডারিং, এতিমের টাকা চুরি, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ উপহার দেয়।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ৯৬ তে ক্ষমতা ছাড়ার সময় দেশে খাদ্যের মজুত রেখে যাই। ২০০৯সালে যখন ক্ষমতায় আসি তখন দেখি ৩০ লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি। সেই অবস্থা থেকে উত্তরণ হয়েছে। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পন্ন। সেটি সম্ভব হয়েছে সরকারের ধারাবাহিকতা থাকায়।

বর্তমানে কৃষিতে সফলতা এসেছে। মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। কৃষিকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে এক বিদেশি সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, যুদ্ধবিধ্বস্ত দেশ কিভাবে সামনে এগিয়ে নেবেন। জবাবে বঙ্গবন্ধু বলেছিলেন, আমাদের মাটি আছে, মানুষ আছে এই দিয়ে দেশ গড়বো। তিনি সেটি পেরেছিলেন। একাত্তরের পর মাত্র অল্প সময়ে দেশকে স্বল্পোন্নত দেশে রূপান্তর করেছিলেন।

/ এআর /