ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

জিডিপির প্রবৃদ্ধি ৭ দশমিক ৭৮ ভাগ

প্রকাশিত : ০১:০২ পিএম, ২৪ জুলাই ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০১:২২ পিএম, ২৪ জুলাই ২০১৮ মঙ্গলবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিডিপির প্রবৃদ্ধি টার্গেটের চেয়ে বেশি অর্জিত হচ্ছে। বর্তমানে দেশের জিডিপির প্রবৃদ্ধি ৭ দশমিক ৭৮ শতাংশ। ২০১৭-১৮ অর্থবছরে এই প্রবৃদ্ধির হার ধরা হয়েছিল ৭ দশমিক ৪ ভাগ।

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মুদ্রাস্ফীত কম থাকলে প্রবৃদ্ধি বাড়লে এর সুফল পায় মানুষ। মানুষের জীবন যাত্রার মান বাড়ে। বৈষম্য দূর হয়। শহর-গ্রামের মানুষের আয়ের বৈষম্য কমে আসে।  

দেশের মানুষের ভাগ্যোন্নয়ন হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের মাথাপিছু আয় বর্তমানে ১৭৫২ মার্কিন ডলার। অথচ বিএনপি যখন ক্ষমতা ছাড়ে তখন ২০০৬ সালে মাথাপিছু আয় ছিল মাত্র ৫৪৩ মার্কিন ডলার। তিনি বলেন, দেশের ৫ কোটি মানুষ নিন্মমধ্য আয় থেকে মধ্যবিত্তে উন্নীত হয়েছে। সুষম উন্নয়নের ফলেই এমনটা সম্ভব হয়েছে। উন্নয়নের এই ধারা যেন ব্যহত না হয় সেদকে দৃষ্টি রাখার আহবান জানান প্রধানমন্ত্রী।    

/ এআর /