তুরস্কের প্রেসিডেন্সিয়াল গার্ডের ৩শ সদস্য গ্রেফতার
প্রকাশিত : ১২:৩২ পিএম, ২৪ জুলাই ২০১৬ রবিবার | আপডেট: ১২:৩২ পিএম, ২৪ জুলাই ২০১৬ রবিবার
ব্যর্থ সামরিক অভ্যূর্থানে জড়িত থাকার অভিযোগে তুরস্কের প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রায় ৩শ সদস্যকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। এ অবস্থায় হুমকির মুখে পড়েছে বিশেষ এ বাহিনীর অস্তিত্ব।
তুর্কি প্রধানমন্ত্রী জানিয়েছেন, আড়াই হাজার সদস্যের বিশেষ এই বাহিনীর এখন আর প্রয়োজন নেই। এদিকে, অভ্যূত্থানে মদদের অভিযোগে গ্রেফতার করা হয়েছে নির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনের ভাতিজাকে। এছাড়াও দেশজুড়ে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। জারি রয়েছে জরুরি অবস্থা। অন্যদিকে গুলেনকে হস্থান্তরে তুর্কী সরকারের আহ্বান প্রত্যাখ্যান করতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিতর্কিত এই নেতা।