হজ যাত্রায় অধিকাংশ ফ্লাইট বিলম্ব, যাত্রীদের ভোগান্তি(ভিডিও)
প্রকাশিত : ০৯:২৯ পিএম, ২৪ জুলাই ২০১৮ মঙ্গলবার
হজ যাত্রার এগারতম দিনে অধিকাংশ ফ্লাইট বিলম্ব হওয়ায় ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের। থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজ অবতরণের সময় চাকা ফেটে গেলে দুই ঘন্টা ফ্লাইট উঠানামা বিঘিœত হয়। তবে দুই ঘন্টা পর রানওয়ে সচল হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব যেতে আশকোনা হজ্ব ক্যাম্পে নিদিষ্ট সময়ের আগে উপস্থিত হাজীরা। কোন রকমের ঝামেলা ছাড়াই নিদিষ্ট সময়ে ইমিগ্রেশন কাজ শেষে হযরত শাহজালাল অঅন্তর্জাতিক বিমানবন্দরে চলে যাচ্ছেন তারা।
তবে, সর্তকতার অভাবে হজ ক্যাম্পে টাকাসহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিস পত্র হারিয়েছেন ফেলেছেন অনেকেই।
কন হাজীদের মূল্যবান জিনিস পত্র হারিয়ে যাচ্ছে এমন প্রশ্ন ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে।
এদিকে মঙ্গলবার সকালের দিকে ফ্লাইট ঠিক থাকলেও থাই এয়ার ওয়েজের একটি উড়োজাহাজের চাকা ফেটে যাওয়ায় দুপুর সাড়ে ১২টা থেকে বিমান উঠানামা বিঘিœত হয়। সব ফ্লাইট ছেড়ে যায় বিলম্বে। এর কবলে পড়েন হজ যাত্রীরাও। প্রায় দুই ঘন্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।
অন্যদিকে এবার বাড়তি কোন স্লট না থাকায় এজেন্সীগুলোকে নিদিষ্ট সময়ের মধ্যে হাজীদের যাবার সব ধরনের ব্যবস্থা করতে হবে বলে জানান হজ কর্মকর্তা। তবে হাব বলছে, হজ যাত্রায় কোন সমস্যা হবে না।
এ পর্যন্ত ৪৫ হাজার ৫ শত ৪২জন হাজী সৌদি আরব পৌঁছেছেন। এবছর হজ পালন করবেন ১ লাখ ২৬ হাজার ৭ শত ৯৮ জন বাংলাদেশী।