ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত বাড়বে (ভিডিও)

প্রকাশিত : ০৯:৩৯ পিএম, ২৪ জুলাই ২০১৮ মঙ্গলবার

আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে বৃষ্টিপাত বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ অবস্থা থাকবে দুই থেকে তিন দিন। ভারী বর্ষণে রাজধানীতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। দেখা দিচ্ছে পরিবহন সঙ্কট ও যানজট।

ইট-কাঠের নগরী ঢাকায় বৃষ্টি মানেই দুর্ভোগ। বর্ষার আপন সৌন্দর্য এখানে অনেকটাই ম্লান।

দুই দিন ধরে সময় অসময়ে ঝড়ছে শ্রাবণধারা। রাজধানীর বিভিন্ন স্থানে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। সঙ্গে দীর্ঘ যানজট আর পরিবহন সংকট। উন্নয়ন কাজের খোঁড়াখুঁড়িতে বিপর্যস্ত রাস্তার অবস্থা হয় আরো বেহাল।

মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে ভারী বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

প্রবল বর্ষণে পাহাড় ধসের শঙ্কায় সিলেট ও চট্টগ্রামে জারি করা হয়েছে সতর্কতা।