ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

নির্বাচনে ভোট দিতে পারছেন না মাহিরা খান

প্রকাশিত : ১১:১৬ এএম, ২৫ জুলাই ২০১৮ বুধবার | আপডেট: ১১:১৭ এএম, ২৫ জুলাই ২০১৮ বুধবার

পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় সেলেব্রিটিদের একাংশ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। মাহিরা খান তাদের একজন। ইনস্টাগ্রামে পোস্ট করা স্ট্যাটাসে মাহিরা খান বলেন, আমার বিদেশে থাকাটা বাধ্যতামূলক ছিল। এটাকে এড়াতে পারি না। তাই ভোটাধিকার প্রয়োগ করতে পারছি না।

নির্বাচনের একদিন আগে ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে মাহিরা খান বলেন, আমার খুব ইচ্ছে করছে আগামীকাল ভোরে দেশে ফিরে যাওয়ার। কিন্তু দুর্ভাগ্য আমার দেশে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।

‘আমার কাজে দেরি করার সুযোগ নেই। আমি যেভাবে চুক্তিবদ্ধ হয়, ঠিক সেভাবে কাজ করার চেষ্টা করি। চেষ্টা করেছি দেশে যাওয়ার, কিন্তু দেশে যেতে পারি নি। এ বছর ভোট দিতে পারিনি। আগামীতে আর তা মিস করতে চাই না। আমি আমার ভক্ত ও দেশবাসীকে বলবো, আপনারা ভোট কেন্দ্রে যান, নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।’

সূত্র: ডন
এমজে