ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

পরীক্ষা কার্যক্রম চালু ফাইভ জি`র

প্রকাশিত : ১১:৩১ এএম, ২৫ জুলাই ২০১৮ বুধবার | আপডেট: ০২:৫৭ পিএম, ২৫ জুলাই ২০১৮ বুধবার

বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হলো পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক ফাইভ জি। আজ বুধবার সকালে এই ৫জি নেটওয়ার্ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০ টা ৫৮ মিনিটে নির্দিষ্ট বাটন প্রেস করে আনুষ্ঠানিকবাবে ৫ জি`র পরীক্ষামূলক সংযোগ কার্যক্রম চালু করেন সজীব ওয়াজেদ জয়।

তবে ফাইভ জি সেবা এখনই ভোক্তা পর্যায়ে ব্যবহার করা যাবে না। আজকের অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে ফাইভ জির পরীক্ষা কার্যক্রম চালু হলো। এই সংযোগ শুধু ফাইভ জি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলো ব্যবহার করতে পারবে। আগামী সাত দিনের জন্য ফাইভ-জি স্পেকট্রাম বরাদ্ধ দেওয়া হয়েছে।

ফাইভ জি’র পরীক্ষা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বিটিআরসির সচিব শ্যাম সুন্দর শিকদার, রবির এমডি ও সিইও মাহতাব উদ্দিন, হুয়াওয়ে বাংলাদেশের সিইও ঝ্যাং জেনজুন।

 / এআর /