ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

পাকিস্তানে জাতীয় নির্বাচন: জানেন কোন দলের প্রতীক কি?

প্রকাশিত : ১১:৫৫ এএম, ২৫ জুলাই ২০১৮ বুধবার

সেনা হস্তক্ষেপে জর্জরিত পাকিস্তানে চলছে ১১ তম জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮ থেকে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। জানেন কি, কোন মার্কায় তারা ভোট দিচ্ছেন?

নির্বাচনে সন্ত্রাসী গোষ্ঠী, কট্টোর ধর্মীয় গোষ্ঠী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হবে তিন দলের মধ্যে। তবে এ ছাড়া আরও দুই দল নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। আসুন জেনে নিই ভোটার কার পক্ষে কোন প্রতীকে ভোটাধিকার প্রয়োগ করবে।

কদিন আগেই দেশটির ইতিহাসে কোনো দল পূর্ণ মেয়াদে পাঁচ বছর ক্ষমতায় থেকে ক্ষমতা হস্তান্তর করেন। আর এই দলটি হলো নওয়াজ শরীফের দল মুসলীম লীগ-নওয়াজ। দলটির প্রতীক বাঘ। বাঘ প্রতীকে নির্বাচন করলেও ইতোমধ্যে দলটির সাবেক চেয়ারপারসন নওয়াজ জেলে থাকায় নির্বাচনে বাঘের থাবা কতটা বসাতে পারবেন তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।

ব্যাট হাতে মাঠে বোলারদের শাসন করেছেন ইমরান খান। আবার বল হাতেও ছিলেন দুর্দান্ত। মোদ্দা কথা, ২২ গজের ক্রিকেটে কি বলে কি ব্যাটে রীতিমত শাসন করে গেছেন। এবার ব্যাট হাতে নেমেছেন রাজনীতির মাঠে। নিজ হাতে গড়া তেহরিক-ই-ইনসাফের প্রতীক বানিয়েছেন ব্যাটকে। এবার দেখা যাক, ব্যাট হাতে কতটা সফল হতে পারেন জাতীয় নির্বাচনে।

পাকিস্তান পিপলস পার্টির হয়ে রাজনীতির মাঠ চষে বেড়াচ্ছেন জুলফিকার আলী ভুট্টোর নাতি বিলাওয়াল ভুট্টো। দলটির প্রতি বরাবরই পাকিস্তান সেনাবাহিনী দ্বেষ ছড়িয়েছে। দলটির সাবেক নেতা জুলফিকার আলী ভুট্টোকে ১৯৭৯ সালে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তা ছাড়া বিলাওয়ালের মা বেনজির ভুট্টোও আততায়ীর গুলিতে নিহত হন। এবার দলটির রাজনীতিতে পিতা আসিফ আলী জারদারির তুলনায় রাজনীতির মাঠ বেশ জমিয়ে তুলেছেন তরুণ এ তুর্কী। এ তুর্কী এবার নিশানা করেছন ইমরান খানকে। তার দলের প্রতীক ধনুক।

সূত্র: ডন
এমজে/