ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫,   পৌষ ২০ ১৪৩১

এশিয়া কাপেই মুখোমুখি ভারত-পাকিস্তান

প্রকাশিত : ০১:৩০ পিএম, ২৫ জুলাই ২০১৮ বুধবার

ফুটবলের ছোঁয়ায় ক্রিকেটের আমেজটাই যে দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে বিদায় নিতে বসেছিল। তবে এরই মধ্যে খবর এলো আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। আর এশিয়া কাপে ১৯ সেপ্টেম্বর মাঠে নামছে বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী রাষ্ট্র ভারত ও পাকিস্তান।

তবে সূচি ঘোষণার পর থেকেই ভারতীয়দের কপালে চিন্তার ভাঁজ। টি-টোয়েন্টি টুর্নামেন্টেও যা সচরাচর যা হয় না, সেটাই এবার হতে চলেছে এশিয়া কাপে। পরপর দু’দিন দুটি ওয়ানডে ম্যাচ খেলতে হবে টিম ইন্ডিয়াকে। ১৯ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ভারতের। ঠিক তার আগের দিন কোয়ালিফায়ার দলের বিরুদ্ধে মাঠে নামতে হবে বিরাটদের। অর্থাৎ একপ্রকার ক্লান্ত ভারতীয় দলকেই পাকিস্তানের মুখোমুখি হতে হবে। আইসিসি-র এমন সূচি নিয়ে তাই ইতিমধ্যেই নেটদুনিয়ায় শুরু হয়েছে আলোচনা। তবে ভারতীয় সমর্থকরা নিশ্চিত, পাক দলের বিরুদ্ধে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে পারবেন বিরাটরা।

আগামী ১৫ সেপ্টেম্বর শুরু টুর্নামেন্ট। প্রথম ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। ১১ সেপ্টেম্বরই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হবে কোহলিদের। তার সপ্তাহ খানেক পরেই আবার নয়া চ্যালেঞ্জ তাঁদের সামনে। টিম ইন্ডিয়ার প্রথম প্রতিপক্ষ টুর্নামেন্টে যোগ্যতা অর্জন করতে চায়, এমন একটি দল। পরের ম্যাচে প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে। জিম্বাবোয়েকে ওয়ানডে সিরিজে ৫-০-য় ধুয়ে মুছে সাফ করে যাঁরা আত্মবিশ্বাসের তুঙ্গে। এদিকে, এবার এশিয়া কাপে দেখা যাবে আফগানিস্তানকেও। যাদের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে।

এমজে/