ওপেনিংয়ে তামিমের সঙ্গী
লিটন না বিজয়?
প্রকাশিত : ০১:৫৫ পিএম, ২৫ জুলাই ২০১৮ বুধবার
২২ জুলাই গায়ানায় প্রথম ম্যাচে ক্যারিবীয়দের ৪৮ রানে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে টাইগাররা। এই জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ শিবিরে। আর সেই জয়ের প্রেরণা টাইগার কাপ্তান নিজেই। টেস্ট সিরিজে ব্যর্থতার টাটকা দু:স্মৃতি যখন সাকিবদের আষ্টেপিষ্টে ঘিরে ধরেছিল তখন খাদের কিনারা থেকে দলকে টেনে আনেন নড়াইল এক্সপ্রেস। প্রথম ওয়ানডে জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন, ঝুড়িতে ভরেন চার চারটি টাটকা উইকেট। পুরো দলকে এক সুঁতোয় বাধেন।
আজ বুধবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মাঠে নামছে বাংলাদেশ। দিবাগত রাত ১২.৩০ মিনিটে গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে খেলাটি। এই ম্যাচ জিতলেই ৯ বছর পর বিদেশের মাটিতে সিরিজ জিতবে বাংলাদেশ। সবমিলিয়ে পঞ্চমবারের মতো বিদেশের মাটিতে শিরোপা জয়ের হাতছানি বাংলাদেশের সামনে।
দ্বিতীয় ওয়ানডেতে কেমন হবে বাংলাদেশ একাদশ? এটি এখন কোটি টাকার প্রশ্ন। গত ম্যাচে এক দুটি ব্যাতিক্রম বাদে দলের প্রায় সবাই নিজেদের মেলে ধরতে পেরেছে। তাই আজকের ম্যাচে হয়তো ওইনিং কম্বিনেশনকে গুরুত্ব দিতে চাইবেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তবে শুধুমাত্র ওইনিং কম্বিনেশন বিবেচনায় একাদশ বিবেচনায় নিয়ে একাদশ নির্বাচন করলে লিটন দাসের প্রতি অবিচার করা হবে।
আজকের ম্যাচে তামিমের সঙ্গী হবেন কে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নিযুত ক্রিকেট ভক্তের মনে। ওপেনিংয়ে তামিমের সঙ্গী হিসেবে দুটি অপশন বিবেটনায় আছে নান্নুদের হাতে। এক. লিটন দাস, দুই. এনামুল হক বিজয়। দু’জনই ডান হাতি ব্যাটসম্যান। বা হাতি তামিমের সঙ্গী হিসেবে ডান হাতি কাউকে নামাতে চান নির্বাচকরা।
গত ম্যাচে ম্যাচ ওপেন করেন বহুদিন পর জাতীয় দলে ডাক পাওয়া বিজয়। কিন্তু ব্যর্থতার পরিচয় দিয়েছে। রানের খাতা না খুলেই বিদায় নেন উইকেট থেকে। ক্যারিবিয় কন্ডিশনে যে নিজেকে মানাতে পারেন নি বিজয় সেটি আরও একবার প্রমাণ করলেন। কারণ প্রস্তুতি ম্যাচেও তিন বল খেলে রান ছাড়াই মাঠ ছাড়তে হয়েছে তাকে।
এমতাবস্থায় প্রশ্ন দেখা দিয়েছে শুধু ওইনিং কম্বিনেশন বিবেচনায় আজকের ম্যাচেও কি বিজয়কে নামানো হবে ইনিংস সূচনায়? নাকি ফর্মে থাকা লিটনকে নামানো হবে। লিটন প্রস্তুতি ম্যাচে ৭৮ বল খেলে করেছেন ৭০ রান। টেস্ট সিরিজে অন্য ব্যাটম্যানরা যখন ব্যর্থতার পরিচয় দিয়েছে সেখানে লিটন কিছুটা হলেও দৃঢ়তা দেখিয়েছেন। এছাড়া তার সাম্প্রতিক পারফর্মমেন্স মন্দ নয়। ঘরোয়াতেও প্রচুর রান পেয়েছেন। তবে কেন লিটনকে বসিয়ে রাখা?
/ এআর /