ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

সাংস্কৃতিক প্রবৃদ্ধিও অব্যহত রাখতে হবে: তথ্য মন্ত্রী

প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ২৪ জুলাই ২০১৬ রবিবার | আপডেট: ১২:২৯ পিএম, ৪ এপ্রিল ২০১৭ মঙ্গলবার

জঙ্গীবাদ টেকসই প্রক্রিয়ায় নির্মূল করতে চাইলে অর্থনৈতিক ও গনতান্ত্রিক প্রবৃদ্ধির পাশাপাশি সাংস্কৃতিক প্রবৃদ্ধিও অব্যহত রাখতে হবে বলে জানিয়েছেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। রোববার রাজধানির পিকেএসএফ মিলনায়তনে টেকসই প্রবৃদ্ধি শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, জঙ্গীবাদ নির্মূলকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিলেও বাজেটে সবচেয়ে কম গুরুত্ব পায় তথ্য, সাংস্কৃতি ও শিক্ষা মন্ত্রনালয়। ফলে সুশিক্ষা ও সাংস্কৃতিক জ্ঞানের বিকাশ ঘটছে না নতুন প্রজন্মের মাঝে। এসময় টিআর ও কাবিখার নামে এমপি আমলাদের চাল-গম চুরি বন্ধেরও জোড় দাবি জানান তিনি।