ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫,   পৌষ ২০ ১৪৩১

সাকিবের স্থলাভিষিক্ত হচ্ছেন স্টিভেন স্মিথ

প্রকাশিত : ০৩:৩১ পিএম, ২৫ জুলাই ২০১৮ বুধবার

ক্যারিবীয় প্রিমিয়ার লিগের দল বার্বাডোস ট্রিডেন্টসের অধিনায়ক হিসেবে দায়িত্ব নিচ্ছেন অজি ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। এবারের আসরেই সাকিবের জায়গায় তাকে দেখা যাবে বলে জানা গেছে।

বার্বাডোস ট্রিডেন্টসের সঙ্গে সাকিবের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ওই জায়গায় নেওয়া হয়েছে স্মিথকে। গত ৫ বছরের মধ্যে এবারই প্রথম ক্যারিবিয়াতে খেলতে যাচ্ছেন নিষেধাজ্ঞা কাটানো ক্রিকেটার স্মিথ। এর আগে ২০১৩ সালে ক্যারিবীয় লিগে খেলেছিলেন স্মিথ।

উল্লেখ্য, স্মিথ বর্তমানে বল টেম্পারিং কেলেঙ্কারির দায়ে এক বছরের নিষেধাজ্ঞা ভোগ করছেন। কানাডার টরেন্টোতে জাতীয় ক্রিকেট লিগের মধ্য দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তিনি।

টি-২০ ক্রিকেটে স্মিথ ৩ হাজার ১২৪ রান তুলেছেন। তার একটি শতক ও ১১টি অর্ধশতক রয়েছে। এদিকে ট্রিডেন্টসের কোচ রবিন সিং বলেন, সাকিবকে হারানো আমাদের জন্য বড় ধাক্কা। তবে স্টিভেন স্মিথ আমাদের জন্য নতুন আশার আলো হতে পারেন।

সূত্র: ক্রিকবাজ
এমজে/