১৬ জনকে নিয়োগ দেবে ঢাকা পরিবহন কর্তৃপক্ষ
প্রকাশিত : ০৫:৫২ পিএম, ২৫ জুলাই ২০১৮ বুধবার

ঢাকা পরিবহন কর্তৃপক্ষ ( ডিটিসিএ) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৬ পদে ১৬ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।
পদের নাম ও পদসংখ্যা
১) সহকারী আরবান প্লানার-০১ টি
২) সহকারী আর্কিটেক্ট-০১ টি
৩) সহকারী জিআইএস এনালিস্ট-০১ টি
৪) সহকারী ট্রান্সপোর্ট প্লানার-০১ টি
৫) সহকারী ট্রান্সপোর্ট ইকোনোমিস্ট--০১ টি
৬) সহকারী ম্যানেজার (ট্রাফিক সার্ভে) -০১ টি
৭) সহকারী ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ার-০১ টি
৮) সহকারী ট্রাফিক ইঞ্জিনিয়ার-০১ টি
৯) সহকারী ডিজাইন ইঞ্জিনিয়ার-০১ টি
১০) সহকারী পলিউশন কন্ট্রোল প্লানিং অফিসার-০১ টি
১১) সহকার মাস ট্রানজিট প্লানার(এমআরটি) -০১ টি
১২) সহকারী মাস ট্রানজিট প্লানার(বিআরটি) -০১ টি
১৩) সহকারী মাস ট্রানজিট ইঞ্জিনিয়ার (এমআরটি)-০১ টি
১৪) সহকারী মাস ট্রানজিট ইঞ্জিনিয়ার (বিআরটি) -০১ টি
১৫) সহকারী হিসাব ও অর্থ কর্মকর্তা-০১ টি
১৬) সহকারী পরিচালক-০১ টি
আবেদনের নিয়ম
আবেদনের নিয়ম ও যোগ্যতা এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে ওয়েবসাইট www.dtca.gov.bd এবং নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।
আবেদনের সময়সীমা
আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ জুলাই, ২০১৮ তারিখ সকাল ৯ টা থেকে ২৬ আগস্ট ২০১৮ তারিখ বিকাল ৫ টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক (২৫ জুলাই, ২০১৮)
এমএইচ/