ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

ভাঙ্গনে ছোট হচ্ছে সাতক্ষীরার বিছট গ্রাম(ভিডিও)

প্রকাশিত : ১০:৩০ এএম, ২৬ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

দিনে দিনে ছোট হয়ে আসছে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিছট গ্রাম। তীব্র ভাঙ্গনে পাঁচ বছরে নদীগর্ভে বিলিন হয়েছে এই গ্রামের কয়েক’শ ঘরবাড়ি, দু’টি মসজিদ ও একটি মাদ্রাসাসহ ফসলী জমি। হুমকির মুখে রয়েছে প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য স্থাপনা।

অপ্রতিরোধ্য হয়ে উঠেছে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর ভাঙন। নদীগর্ভে বিলীন হয়ে আয়তনে অর্ধেক হয়ে গেছে এখানের বিছট গ্রাম।

এরিমধ্যে বিছট গ্রামের শত শত বিঘা জমি আর মসজিদ-মাদ্রাসাসহ অসংখ্য স্থাপনা নদীর বুকে। ভাঙন অব্যাহত থাকলে, গ্রামটির অস্তিত্বই মানচিত্র থেকে উঠে যাওয়ার আশঙ্কা এলাকাবাসীর।

এখানে জরুরি ভিত্তিতে স্থায়ী বাঁধের দাবী জনপ্রতিনিধিদের।

ভয়াবহ ভাঙনের কথা স্বীকার করে বাঁধ সংস্কারের উদ্যোগ নেয়ার আশ^াস দিলেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা।

খোলপেটুয়া নদীর প্রবল জোয়ারে বিছট গ্রামের ভাঙনের পর আশপাশের কয়েক গ্রামও এখন হুমকির মুখে।